গত ১মার্চ হতে আগামী ৩০ এপ্রিল’১৫ ইং তারিখ পর্যন্ত ভোলা জেলার চরইলিশা হতে মেঘনা নদীর চরপিয়াল পর্যন্ত ৯০ কিঃমিঃ এবং ভোলা জেলার তেতুলিয়া নদীর ভেদুরিয়া হইতে পটোয়াখালী জেলার চর রুস্তুম পর্যন্ত ১০০ কিঃমিঃ মৎস্য অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার । এই দু’মাস ব্যাপী মেঘনা ও তেতুলিয়া নদীতে যে-কোন প্রকার জাল দিয়ে যে কোন প্রকার মাছ ধরা নিষিদ্দ ঘোষণা করেছে সরকার। তাই আমরা ও এই ঘোষণাকালীন সময়ে মাছ ধরা, মাছ মারা, মাছ আয়ত্বে রাখা, মাছ পরিবহন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।