সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলার চরফ্যাসন উপজেলায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি,আলোচনা সভা ও কন্যা শিশুদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ নুরনবী এর সভাপত্বিতে র্যালিতে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি আব্দুল মতিন খান
তিনি বলেন, কন্যা শিশুরা আমাদের ভবিষৎ, মেয়েদের ১৮ বছর আগে বিয়ে দেয়া যাবে না, বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতিসাধনেও সহায়ক হয়। তাই কন্যা শিশুদের শিশু বিবাহ দেয়া বন্ধ করতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। শিশুদের নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ার জন্য আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সেলাই মেশিন প্রশিক্ষনের প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষকসহ বিভিন্ন স্কুল কলেজের কন্যাশিশুরা।
র্যালীও সভা শেষে চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিঙ্গান বিভাগের নবম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী সামিয়ার হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা
প্রতিবেদনে সুরভী।
রেডিও মেঘনা,চরফ্যাসন।
Recent Comments