রুমা বেগম উত্তরমাদ্রাজ এলাকার একজন গ্রামের কৃষাণী। স্বামী এবং তিন সন্তান নিয়ে তার ছোট পরিবার। উপকূলীয় অঞ্চলে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হওয়ায় তার কৃষি কাজ বারবার ক্ষতির সম্মুখীন হত। কখনো অনাকাঙ্ক্ষিত বৃষ্টি, কখনো দীর্ঘ খরার কারণে তার ফসল নষ্ট হয়ে যেত।
একদিন রেডিও মেঘনায় তিনি একটি বিশেষ কৃষি বিষয়ক অনুষ্ঠান শুনতে শুরু করেন। অনুষ্ঠানটির নাম ছিল ”আবহাওয়ার সাথে কৃষি পরিকল্পনা”। সেখানে কৃষি কাজের জন্য প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস এবং পরামর্শ দেওয়া হতো।
রেডিওতে দেওয়া তথ্য শুনে রুমা তার কৃষি কাজের পরিকল্পনা পরিবর্তন করেন। বৃষ্টিপাতের পূর্বাভাস শুনে তিনি ধান কাটা আগেই সম্পন্ন করেন। দীর্ঘ খরার সময় সেচের ব্যবস্থা করেন। প্রায় ২০ মণ ধান সেদ্ধ করার প্রস্তুতি নিয়েছিলেন বৃষ্টির সতর্কতা পাওয়ার পরপরই তিনি তার ফসল সুরক্ষিত রাখতে সেদ্ধ করেনি।
রুনা বেগমের ফসল নষ্ট হওয়া কমে আসে। আবহাওয়ার খবর শুনে সঠিক সময়ে ফসল কাটা এবং সংরক্ষনের ব্যাপাওে সচেতন হন। এখন তিনি নিয়মিত রেডিও শুনে সিদ্ধান্ত নেন এবং তার প্রতিবেশি কৃষকদেরও রেডিও মেঘনা শোনার পরামর্শ দেন।
রুনা বেগমের মতো নারীরা রেডিওর মাধ্যমে সহজলভ্য তথ্য পেয়ে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হচ্ছেন। আপনার আশেপাশে এমন গল্প থাকলে আমাদের জানান, যাতে আমরা আরও অনুপ্রাণিত হতে পারি এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারি।