চরফ্যাশনের কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। মাঠ পর্যায়ে এমন চিত্র দেখা যায় মাদ্রাজ ও উত্তর নাজিমুদ্দিন ৩নং ওয়ার্ড ঘুরে।
কৃষকরা জানান, এ বছর প্রথমে অতিবৃষ্টির কারণে কিছু কিছু বীজতলা নষ্ট হয়ে যায়। তবুও ভালো ফলনের আশায় অন্যসব কৃষকরা ধান রোপনের কাজ করে যাচ্ছেন মাঠে।
চরফ্যাশন কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলায় প্রায় ৭১৯৮০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ শতাংশ জমিতে ধান রোপন কার্যক্রম শেষ হয়েছে। সময়মতো রোপণ শেষ হলে মৌসুম শেষে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
স্থানীয় কৃষক আব্দুল জব্বার (৫৫) ও মোহাম্মদ আজাদ (৩৫) জানান, আমরা শ্রাবণ-ভাদ্র মাসে আমন ধান রোপণ করি। এবছর ধানের প্রথম বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় আবারও বীজতলা তৈরি করতে হয়েছে। এখনই ধান রোপনের সঠিক সময় তাই মানুষ-জন নিয়ে তাড়াতাড়ি করে রোপণ করে নিতেছি
ভালো ফলন পেতে কৃষকদের উন্নত ও জলাবদ্ধতা সহনশীল জাতের ধান (বিআর -১১, বিআর ২২ ও বিআর ২৩, ব্রি-ধান ৫২ বণ্যা সহনশীল) চাষাবাদ করার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নাজমুল হুদা। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ও পোকামাকড়ের আক্রমণ না হলে কৃষকরা ভালো দাম পাবেন।
Recent Comments