ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একমাত্র কমিউনিটি রেডিও মেঘনার শ্রোতা ক্লাবের ২০ জন কিশোরীদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধ ও জীবন দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় বিষয় ভিত্তিক জ্ঞান ও নেতৃত্বেও সক্ষমতা অর্জনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার (৬ জুন) চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ে রেডিও মেঘনার আয়োজনে এবং সিসিআরএফ এর প্রকল্পের সহায়তায় রেডিও মেঘনার ১০ টি কিশোরী ক্লাবের ২০ জন কিশোরীদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার (নিউজ) মৌসুমী রানী দাস এর পরিচালনায় ও শ্রোতা ফিডব্যাক অফিসার লাবনী হোসেন এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে জলবায়ু পরিবর্তন মোকবেলায় উপকূলীয় অঞ্চলের কিশোরীদের সক্ষমতা অর্জনের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন নম্বর ব্যবহার করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার বিষয়ে আলোচনা করেন সিজেআরএফ প্রজেক্ট প্রধান এম.এ. হাসান।
বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ ও সহিংসতা নির্মূল বিষয়ে কিশোরীদের দক্ষতা বৃদ্ধি এবং নিজ কর্ম এলাকায় সচেতনতা বাড়াতে ভূুমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভোলা জেলার কোস্ট ফাউন্ডেশন এর আঞ্চলিক পরিচালক রাশিদা বেগম।
এছাড়াও উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সহকারী স্টেশন ম্যানেজার (প্রোগ্রাম) উম্মে নিশি, সংবাদ প্রযোজক সুরভী, ও সাির্বক সহযোগীতায় রেডিও মেঘনার কর্মী বৃন্দ।
Recent Comments