চরফ্যাসনের মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ, সাড়ে ৫ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার সম্ভাবনা সারাদেশেই হলুদ ফুলের সরিষায় ভরা ক্ষেতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভোলার চরফ্যাসনেও ফুটে উঠেছে এমন সৌন্দর্য। সরিষা চাষী নূরনবীর সাথে কথা হলে বলেন, এবছর ৯৫ গন্ডা জমিতে সরিষা চাষ করেছেন। এতে বীজ, হাল চাষ, সার-কিটনাশকসহ খরচ হয়েছে মাত্র দেড়-দুই হাজার টাকা। সরিষা গাছ ভালো হয়েছে। গাছে পর্যাপ্ত ফুল ও ফল দেখা যাচ্ছে। এবছর ব্যাপক লাভ হওয়ার প্রত্যাশা করছেন এই কৃষক। কৃষি সম্প্রসারণ অফিসার আহসান তাহিদ বলেন, আবহাওয়া ভালো থাকায় আমন ধান কেটে নেওয়ার মাঝখানে সরিরষার বীজ বপন করে থাকেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অফিস স্বল্প খরচের বারী সরিষা ১৪, বারী সরিষা ১৬, টরী ও বিনা সরিষা ৮, বিনা সরিষা ১০ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। চরফ্যাসনে ৩ হাজার ৫শত হেক্টর জমিতে নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫ হাজার মেট্টিক টনও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। মৌসুমী মনিষা ও মেঘলা জাহান।রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments