চর মাদ্রাজ ইউনিয়নের কিশোরী কেন্দ্রের আয়োজনে এবং কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে সিজেআরএফ প্রকল্পের আওতায় “আমাদের সচেতনতাই রোধ করবে বাল্য বিবাহের ভয়াবহতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ও শিশুর প্রতি সহিংসতা নিয়ে কিশোরী সদস্যদের সাথে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আসুন নারী শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি এই প্রত্যাশায় গতকাল ৯ এপ্রিল (শনিবার) বেলা ১১ টায় মাদ্রাজ ইউনিয়নে কিশোরী কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের ভোলার জেলার সহকারী পরিচালক রাশিদা বেগম, সিজেআরএফ প্রকল্পের সম্বনয়ক আতিকুর রহমানসহ কিশোরী ক্লাবের শিক্ষক, কিশোরী এবং অভিভাবকগণ।
উক্ত আয়োজনে আলোচনা করা হয়, মেয়েদের ১৮ বছরের নিচে এবং ছেলেদের ২১ বছরের নিচে বিবাহ না দেওয়া,
বাল্যবিবাহ রোধ করা, শিশুদের প্রতি যত্নশীল হওয়া, নারী ও শিশুর সহিংসতা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিবেদনে: অধরা ইসলাম।
রেডিও মেঘনা চরফ্যাশন ভোলা।
Recent Comments