গনিত হলো একটি গননা শাস্ত্র। যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন হিসাব করে থাকি। সকালে ঘুম ভাঙার পর থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত যেসকল কাজ করি, তার অধিকাংশই গনিতের আওতায়। যেমন, সকালে ঘুম থেকে ওঠে ঘড়েিত সময় দেখা, জমির মাপজোপ করা, দর্জির জামা সেলাই, ব্যবসায়িক লেন-দেন ইত্যাদি সকল কাজই গনিতের মাধ্যমে করা হয় বলে জানান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নূরে আলম ।
তিনি আরও জানান, গনিত শিখতে অনেক শিক্ষার্থীরাই ভয় পায়। এর কারণ হলো তারা গনিত না বুঝে মুখস্ত করে। এই ভয়ভীতি দূর করার জন্য গনিতের ক্ষেত্রগুলোর সাথে তাদেরকে বাস্তবমুখী করাতে হবে। এক্ষেত্রে যদি এমন হয় যে একটি ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে, তাহলে শিক্ষার্থীদের যদি ওই ঘরটির কাছে নিয়ে কোনটি দৈর্ঘ ও কোনটি প্রস্থ্য তা দেখিয়ে দেওয়া হয় তাহলে ঘরটির পরিসীমা নির্ণয় করতে সে ভয় না পেয়ে আনন্দ পাবে।
গনিত এমন একটি বিষয় যা অন্যান্য বিষয়ের মতো মুখস্ত করা যায় না। তবে নিয়মিত অনুশীলনের মাধম্যে গনিতে ভালো শিক্ষার্থী হওয়া সম্ভব বলেও জানান তিনি।
শিশুদের সঠিক জীবন-যাপন নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘আজকের শিশু’। শুনুন, ৯৯.০ এফএম এ শুক্রবার বিকেল ০৫:০০ টায়।
Recent Comments