সার্জন পদ্ধতিতে সবজি চাষ চরফ্যাশন উপজেলার একটি জনপ্রিয় চাষাবাদ পদ্ধতি। এই পদ্ধতিতে চাষাবাদে যুক্ত হচ্ছেন শিক্ষিত তরুণ কৃষকরা।
চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর ৬নং ওয়ার্ডের কৃষক মোঃ ইয়াসিন (২৭)। পড়াশুনা শেষে যুক্ত হয়েছেন কৃষি কাজের সাথে। ৬ বছর আগে এই পথচলা শুরু করেন ৪৮ শতাংশ জমিতে সবজি চাষের মাধ্যমে। ধীরে ধীরে বাড়াতে থাকেন আবাদি জমির পরিমান। সারা বছর অন্যান্য সবজি চাষ করলেও শীতকালীন সবজি হিসেবে চাষ করেন টমেটো।
১০০ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো চাষ করেন। এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫০হাজার টাকা । ইতিমধ্যে ৪ কাটায় টমেটো বিক্রি করেছেন ৩০ হাজার টাকা। সামনের দিকে আরো টমেটো বিক্রি করতে পারবেন এবং লাভবান হবে বলে আশা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব নাজমুল হুদা বলেন, এবছর চরফ্যাশনে ৪০৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো চাষ হয়েছে। আগাম চাষাবাদে ভালো দাম পাচ্ছে কৃষকরা।কৃষি কাজের এমন সাফল্য অনেক শিক্ষিত তরুণকে কৃষিমুখী করবে বলে আশা করছেন এই কর্মকর্তা ।