যথাযোগ্য মর্যাদার চরফ্যাশন উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা সারমিন মিথি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ, সহকারী ভূমি কমিশনার, সমাজ সেবা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানর নেতৃবৃন্দ।

পরবর্তীতে পরাজয় আসন্ন বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী এবং তাদের আল-বদর, আল-শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায়।
উক্ত আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Recent Comments