ভোলা চরফ্যাশনে সারাদেশের ন্যায় মাসব্যাপী শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫।
আজ রোববার (১২ অক্টোবর) সকাল ১০.০০টায় দক্ষিন জিন্নাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক।
মাসব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত প্রায় এক লক্ষ সত্তর হাজার শিশু-কিশোরকে এই টিকা দেওয়া হবে। এই টিকা কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। চলবে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত।
চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক বলেন, চরফ্যাশন উপজেলায় আজ ৯ টি ইউনিয়নের ২৭ টি কেন্দ্রে এক যোগে শুরু হয়ে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়িত হয়।
সুশৃংঙ্খল ভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এবং শিশুরা খুব আনন্দ সহকারে টিকা গ্রহন করছে এমনটাই বলছেন ডাক্তার শোভন কুমার বাসাক।
তিনি বলেন, এই টিকা প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রমণ রোগগুলোর মাঝে টাইফয়েডের জ্বর অন্যতম। এই টিকা ব্যবহারের মাধ্যমে মানুষকে টাইফয়েড মুক্ত করা, টাইফয়েড রোগের বোঝা কমানোসহ সব মিলিয়ে মানুষের উৎপাদন সক্ষমতা সু-স্বাস্থ্য নিশ্চিত করার।
এছাড়াও তিনি আরো বলেন, টিকা দেওয়ার পর সামান্য প্রতিক্রিয়া, যেমন- টিকা দেওয়ার স্থানে চামড়া লাল হওয়া, ফুলে যাওয়া, সামান্য ব্যথা, অল্প জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি ভাব, এবং মাংসপেশিতে ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে; যেগুলি এমনিতেই ভালো হয়ে যায়।
এদিকে চরফ্যাশন উপজেলা এ্যাওয়াজপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আশরাফুন নেছা জানান, এই বিদ্যালয়ে প্রথম দিনে টিকাদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পূর্ণ হয়েছে। যে সকল বাচ্চা আজ দিতে পারেনি তাদের আগামীকাল দেওয়া হবে।