চরফ্যাশনে সারথী মোবাইল লাইব্রেরির শুভ উদ্বোধন সবার জন্য আনন্দদায়ক ও শিক্ষামূলক বই পড়ার সুযোগ নিশ্চিত করতে দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে কিশোর নেটওয়ার্ক এর উদ্যোগে “সারথী মোবাইল লাইব্রেরি কর্মসূচি” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ১০ ফেব্রুয়ারি (সোমবার) চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আক্তারুল আলম সামু, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি রাশিদা বেগম, মো: হেলাল উদ্দিন, কিশোর নেটওয়ার্ক এর তরুন স্বেচ্ছাসেবী, গনমাধ্যমকর্মীসহ আরো অনেকে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, “সারথী মোবাইল লাইব্রেরি শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারন এরকম সাজানো বইয়ের সেট যে কেউ দেখলেই মুগ্ধ হয়ে যাবে। আমি শুরু থেকেই তাদের এই উদ্যোগ সম্পর্কে জেনেছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা কার্যক্রমের সম্পূর্ণ একটি মডেল উপস্থাপন করেছে। প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তিনি আরো বলেন , চরফ্যাসনে বর্তমানে যে লাইব্রেরি রয়েছে তা আগামী ১৫ দিনের মধ্যে নতুন আকারে সাজিয়ে তুলবেন এতে করে শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহ প্রকাশ করবে। কমিটি গঠনের মধ্যে দিয়ে লাইব্রেরির প্রয়োজনীয় জিনিস পত্রের ব্যবস্থা করা হবে।
সারথী মোবাইল লাইব্রেরি কর্মসূচির টিম লিডার সানজিদুল ইসলাম জানায়, “সারথী মোবাইল লাইব্রেরি গতানুগতিক লাইব্রেরি থেকে সম্পূর্ণ আলাদা। সচরাচর আমরা লাইব্রেরি শুনলে চোখে ভেসে উঠে একটা কক্ষ কিংবা কোনো যানবাহন ভিত্তিক লাইব্রেরি যেখানে পাঠক এসে বই নিচ্ছে। সে ধারনা থেকে সম্পূর্ণ আলদা একটা লাইব্রেরি মডেল আমরা নিয়ে এসেছি।” “আমাদের এই লাইব্রেরির বিশেষত্ব হচ্ছে আমাদের লাইব্রেরির কোনো কক্ষ থাকবে না এবং পাঠকের কাছে বই পৌছে যাবে, তারা নিজেদের পছন্দের বইও পরতে পারবে বাসায় বসেই। এমন ভাবে তৈরি এই লাইব্রেরি যেটা একদম দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌছে যাবে বই।”