রসুলপুর ২নং ওয়ার্ডের কৃষিক আমির হোসেন (৪৫)। এবারের মৌসুমে আমন ধান চাষ করেন। রোপনের সম্ভাব্য খরচ বিশ হাজার হাজার টাকার মতো খরচ হয়েছে। ধান টাকা পর্যন্ত এই খরচ চল্লিশ হাজার টাকাতে পৌছাতে পারে। এবার ভালো ফলন হলে লাভবানের সম্ভাবনা আছে বলে জানান কৃষক আমির হোসেন।
চরফ্যাসন উপজেলার কৃষিবিদ নাজমুল হুদা জানান, এবারের আমন ধানের লক্ষ মাত্র ৭১ হাজার ৯শত ৮০ হেক্টর। চরফ্যাসনের কৃষকরা বিআর১১, বিআর২২ এবং বিআর২৩ চাষবাদ করছে। এছাড়া ব্রি ধান ৫২ বন্যা ও সহনশীল জাত হিসেবে ব্যাপক পরিমানে চাষ হচ্ছে। পাশাপাশি ব্রি ধান ৯৪ ও ৯৭ চাষ হয় এই অঞ্চলে। ক্ষতিকর পোকার আক্রমন থেকে বাচঁতে ১০ বা ১৫ হাত পরপর গাছের একটি ডাল পুতে রাখার পরামর্শ দিয়েছেন।
কৃষি বিষয়ক রেডিও মেঘনার সাপ্তািেহক অনুষ্ঠান, “কৃষি ও কৃষক”। অনুষ্ঠানটি প্রচারিত প্রতি বুধবার বিকেলে। শুধু মাত্র রেডিও মেঘনা ৯৯.০এফএমে।
Recent Comments