উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে চরফ্যাশসনে বণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বণাঢ্য র্যালী শুরু হয়ে চরফ্যাশনের পৌরশহর প্রদক্ষিণ করে পূণরায় উপজেলায় এসশেষ হয়। পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা ও যুবঋণের চেক প্রদান করা হয়।
যুব উন্নয়ন কমকতা জনাব টিএসএম ফিদা হাসান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার জনাব এমদাদুল হক। উক্ত আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন পিকেএসএফ বাংলাদেশ ও পরিবার উন্নায়ন সংস্থাসহ যুব উন্নয়ন অধিদপ্তরের অনান্য সামাজিক সংগঠনসমূহ। এছাড়াও উপস্থিত ছিলেন, চরফ্যাশন থানার ওসি, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ, সাংবাদিক প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টিএসএম ফিদা হাসান। তিনি বলেন, চরফ্যাশন উপজেলায় যুবক-যুবতীদের জন্য নানা ধরনের কমসংস্থানের জন্য উদ্যেগ নেওয়া হয়েছে। বেকার যুবক – যুবতীদের জন্য যুবক উন্নয়ন অধিদপ্তর সব সময় কাজ করে যাচ্ছে।
উক্ত সভার প্রধান অতিথি রাসনা শারমিন মিথি বলেন, বতমানে যুবক -যুবতীরা সোস্যাল মিডিয়ার মধ্যে থেকেও বিভিন্ন ধরনের শিক্ষণীয় জিনিস শিখে কাজে লাগাতে পারবে। যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের জন্য যে সুযোগ সুবিধা রেখেছে তাতে করে কর্মসংস্থানে সুযোগ রয়েছে। উক্ত অনুষ্ঠানটি শেষ হয় শপথ গ্রহন ও চেক বিতরণীর মধ্যে দিয়ে।
Recent Comments