চরফ্যাসন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়ের দক্ষিনের চর ফকিরার বেড়িবাদ সংলঘ্ন ছোট একটি দূর্গম চর খেজুর গাছিয়া। উপকূলীয় অঞ্চলের মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চর সমূহের বেড়িবাদ এলাকায় বসবাস করছে অসংখ্য শিশুসহ নারী-পুরুষরা। সেখানের বেশির ভাগ নারী ও কিশোরীরা পিরিয়ড এর সময় শারীরিক পরিচর্যা সর্ম্পকে জানেনা। ফলে পুরাতন কাপড় পরিস্কার করে বারবার ব্যবহার করেন তারা এতে দেখা দেয় স্বাস্থ্য ঝুঁকি।
গ্রামের মেয়েদের প্রচলিত ধারণা ব্যবহৃত কাপড় শুকানোর সময় বাতাসের সংর্স্পশে আসলে পেট ব্যাথাসহ বিভিন্ন সমস্যা হয় এছাড়া জোয়ারে দূষিত ও লবনাক্ত পানিতে ধোয়া হয় ব্যবহার করা কাপড়টি যা বাড়িয়ে তোলো সংক্রমন। কিন্তু এসময় বাড়তি শর্তকতার বিষয়টি জানেনা নারগিন, আমেনা, লিমাসহ আরো অনেকে।
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মাহাবুব কবির জানান, পিরিয়ড কালীন সময়ের পেড ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানো চেষ্টা করেন তারা তবে আর্থিক অসংগতির কারনে অনেকের পক্ষে তা সম্ভব হয়ে ওঠছে না। সেই সাথে চরাঞ্চলের মানুষকে শারীরিক পরিচর্যাসহ বিশুদ্ধ পানি পান করার পরার্মশ দেন।
সুরভী।
রেডিও মেঘনা, চরফ্যাসন।
Recent Comments