চরফ্যাসন উপজেলার প্রত্যান্ত এলাকার কৃষকদের কৃষি কাজে আধুনিকায়ন করতে ডিজিটাল গ্রাম মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সারাবাংলা কৃষক সোসাইটির সহযোগিতায় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে আদর্শচাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের বস্তাবায়নে শনিবার (০২ এপ্রিল)সকাল ১০ টায় জিন্নাগড় ইউনিয়নে কাশেমগঞ্জ বাজারে ডিজিটাল গ্রামমেলার আয়োজন করা হয়।
এসময় জিন্নাগড় ইউনিয়ন আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেট এর সভাপতি মোঃ সোলাইমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাসন উপজেলা জিন্নগড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি কর্মকর্তা মোঃছানাউল্লাহ আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল উদ্দিন, এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন এলাকার আদর্শ কৃষকগণ।
এসময় বক্ত্যরা বলেন, কৃষকদের আধুনিকায়ন করতে সরকার প্রতিটি ইউনিয়নে কৃষকদের সেবা দিতে ডিজিটাল সেবা চালু করেছেন। বর্তমানে চরাঞ্চলে বিভিন্ন প্রকার ফসল ফলে থাকে। এই সেবার মাধ্যমে কৃষকরা কৃষি সেক্টরে যেকোন কোন সমস্যার সম্মুখীন হলে এখানে এসে তাৎক্ষণিকভাবে সমাধান নিতে পারবেন এখানকার কৃষকরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।
প্রতিবেদনে সুরভী ও মৌসুমী মুনীষা
রেডিও মেঘনা, চরফ্যাসন।
Recent Comments