শীত আসার আগেই ভ্যাপসা গরমে চরফ্যাসনে দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। দিন দিন নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভর্তি করাতে হচ্ছে হাসপাতালে। তবে এ অবস্থায় শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১শ’ শয্যার চরফ্যাসন উপজেলার হাসপাতালে প্রতিনিয়ত জ্বর, ঠান্ডা, সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এসব শিশুরা চিকিৎসার জন্য হাসপাতালে ভীড় করছেন। আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ডে শিশুরা চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসা নিতে আসা স্বজনরা বলছেন, হঠাৎ করে জ্বর, ঠান্ডা, সর্দি ও ডায়রিয়া দেখা দিয়েছে। ৩-৪ দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ্য হচ্ছেন। আবার কেউ কেউ চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরছে।
চরফ্যাসন হাসপাতালের ডাক্তার আরএমও মো: মাহাবুব কবির জানান, আবহাওয়ার পরিবর্তনের ফলে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। আতঙ্কিত না হয়ে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা তিনি। তবে প্রতিনিয়ত মনিটরিং ও চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান।
সুরভী
রেডিও মেঘনা,চরফ্যাসন।