চরফ্যাসন উপজেলার ওমরাবাজ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫০ জন শিক্ষার্থী নিয়ে সভাটি আয়োজন করা হয়, বাল্যবিয়ের ক্ষতিকর দিক এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।
উম্মে নিশি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল। তিনি বলেন, “বাল্যবিয়ে কেবল একটি মেয়ের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পুরো সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে এবং নিজেদের পাশাপাশি পরিবার ও আশেপাশের মানুষকেও সচেতন করতে হবে।” যেকোন সমস্যায় শিক্ষার্থীদের পাশে সবসময় আছেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরাও। সভায় আরও উপস্থিত ছিলেন রেডিও মেঘনার কর্মী মৌসুমী রানী দাস, ফারিহা ইসলাম।
আলোচনায় বাল্যবিয়ে প্রতিরোধে আইনি পদক্ষেপ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। শিক্ষার্থীরা বাল্যবিয়ের কুফল এবং এর বিরুদ্ধে করণীয় নিয়ে তাদের মতামত প্রকাশ করে। কয়েকজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা শেয়ার করে কিভাবে তারা নিজেরা এ বিষয়ে সচেতন হয়েছে এবং অন্যদের সচেতন করতে কাজ করছে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে অঙ্গীকার নেওয়া হয় যে তারা বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। এই সভার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার একটি নতুন মাত্রা সৃষ্টি হয়েছে।