চরফ্যাসনের পূর্ব মাদ্রাজ ৭নং ওয়ার্ড এলাকার তালুকদার বাড়িতে রেডিও মেঘনার আয়োজনে এবং সিসিআরপি প্রকল্পের সহায়তায় নারী ও কিশোর-কিশোরীদের নিয়ে একটি উঠান বৈঠক গঠিত হয়। উক্ত উঠান বৈঠকে রেডিও মেঘনার সহকারি শ্রোতা ফিডব্যাক অফিসার ফাতেমা জাহান এর সঞ্চালনায় ও সহকারি সংবাদ প্রযোজক অধরা ইসলামের সার্বিক সহযোগীতায় ৩০জন নারী ও কিশোর-কিশোরীদের মাঝে ‘বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা ও যত্ন’ সম্পর্ক তুলে ধরা হয়।
উঠান বৈঠকের মাধ্যমে জানানো হয়, কৈশরকালই যেহেতু একজন মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ন সময় তাই এসময়ে পুষ্টিকর ও আয়রণ সমৃদ্ধ খাবার খাওয়াসহ পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এছাড়াও সকল বয়সীদের প্রচুর পরিমানে পানি পান করাসহ নিয়মিত রেডিও মেঘনার অনুষ্ঠান শুনতে উৎসাহ করা হয়।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পরা জনগোষ্ঠীর নারী, পুরুষ, কিশোর কিশোরীদের মাঝে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধসহ স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক উঠান বৈঠক, অনুষ্ঠান নাটিকাসহ বিভিন্ন প্রচারনামূুলক কর্মসূচি চলমান রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরী করাই একমাত্র লক্ষ্য রেডিও মেঘনার।