চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চরনিউটন এলাকা কাদের মিয়ার চৌমুহনি কালাম দেওয়ান সিকদার বাড়িতে রেডিও মেঘনার আয়োজনে এবং সিসিআরপি এর প্রকল্পের সহায়তায় স্থানীয় ৩০ জন নারী ও কিশোরীদের নিয়ে জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রেডিও মেঘনার শ্রোতা ফিডব্যাক অফিসার লাবনী হোসেনের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে দুর্যোগের সময় কোন এলাকার লোক কোন আশ্রয়ে যাবে, গরু মহিষাদি কোথায় থাকবে, উঁচু জায়গায় টিউবওয়েল স্থাপন করা, যাতে জলোচ্ছ্বাসের লোনা ও ময়লা পানি টিউবওয়েলে ঢুকতে না পারে এবিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সম্ভব হলে বাড়িতে কিছু প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম (ব্যান্ডেজ, ডেটল প্রভৃতি) রাখাসহ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে বা অন্য আশ্রয়ে যাবার সময় কি কি জরুরি জিনিস সঙ্গে নেয়া যাবে এবং কি কি জিনিস মাটিতে পুঁতে রাখা হবে ও মুড়ি, চিড়া, বিস্কুট জাতীয় শুকনো খাবার রাখার বিষয়েও আলোচনা করা হয়। উঠান বৈঠক চলাকালীন সার্বিক সহযোগীতা করেন রেডিও মেঘনার সেচ্ছাসেবী তায়েবা।
Recent Comments