সকাল ১১টায় প্রচারিত হল সাপ্তাহিক অনুষ্ঠান-জেলে জীবন ও প্রাকৃতিক দূর্যোগ,জেলেদের দুঃখ ও জীবন জিবীকা নিয়ে আমাদের এই আয়োজন।নদীর পারে জেলে জীরন ও তাদের জীবন যুদ্বের সামান্য কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি আমরা এই অনুষ্ঠানে। জাহান পুরের আট কপাট এলাকায় জেলেদের জীবন চলে শত কষ্টের মাঝে জানান শফি উল্লা মাঝি,সাত জনের সংসার টানা পোড়েন চলে, মাছ ধরতে গেলে ডাকাত জাল নিয়ে যায় আবার মাছ পাওয়া যায়না, অন্য কোন ব্যবসা বানিজ্য ও তাদের নাই।তাই তাদের জীবন চলে খুব কষ্টের মাঝে। সরকার তাদের যে ভাতা দেয় তাও তারা নিয়মিত ভাবে পায়না,ডাকাতের উপদ্রব এখন যদিও কম,তার পর ও তাদের জীবন চলে ধার দেনার করে। ছবি:চম্পা কলি,উপস্থাপনায়:জেসমিন। শুনতে থাকুন ৯৯.০ এফ এমে। , facebook এ আমাদের সাথে থাকুন www.facebook/রেডিও মেঘনা ।
Recent Comments