চরফ্যাসন চর মাদ্রাজ ইউনিয়নের মোহাদপুর এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সি কিশোরী মিতু। মাত্র ১২ বছর বয়সে ঋতুস্রাব বা পরিয়ড শুরু হয়। পিরিয়ডের প্রথম থেকেই তার বড় বোন ও মায়ের পরামর্শে কাপড় ব্যবহার শুরু করে। পিরিয়ডে ব্যবহৃত কাপড় কড়া রোদে না শুকিয়ে পরিবারের বলা কুসংস্কারের চাপে পড়ে ঘরের কোনায় শুকিয়ে আসছে প্রতিনিয়ত।
কাপড় ব্যবহারের সঠিক নিয়ম ও ক্ষতিকর দিন না যেনেই প্রতিনিয়ত পেট ব্যথাসহ নানান সমস্যা দেখা দিয়েছে এই কিশোরী মিতুর।
কিশোরী মিতুর মতো তার সহপাঠিদের মধ্যে অনেকে আছেন পিরিয়ড চলাকালীন সময়ে পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে এখনো জানেনা।
এবিষয়ে গাইনি বিশেষজ্ঞের পরামর্শে জানা যায়, পিরিয়ডের সময় অপরিষ্কার পুরোনো কাপড় ব্যবহার করলে জ্বর, তলপেটে ব্যথা ও মূত্রনালীতে সংক্রমণ হতে পারে। এছাড়া জরায়ুতে ইনফেকশন হতে পারে ইনফেকশন দীর্ঘদিন থাকলে পরবর্তিতে সেটি জরায়ুর ক্যানসারে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তবে যদি কেউ স্যানেটারি প্যাড ব্যবহার করতে না পারে তারা কাপড় ব্যবহার করলেও সেটি সাবান ও গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে জীবাণু মুক্ত করতে হবে। এছাড়া কয়েকবার ব্যবহারের পর কাপড়টি ফেলে দিতে হবে। না হলে ইনফেকশনের আশঙ্কা থাকবে বলে জানান ।
বয়ঃসন্ধিকালীন কিশোরদের নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “আমরা কিশোর কিশোরী” শুনুন প্রতি সোমবার সকাল ৮:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ।