নুরাবাদ এলাকার কৃষক মো: সেলিম। সাহসিকতার পরিচয় দিয়ে তিন একর জমিতে গড়ে তুলেছিলেন পেঁপের খামার। শুরুতে তাকে খরচ করতে হয়েছিলো প্রায় চার লক্ষ টাকা। প্রথম বছর বাজারে দাম কম থাকায় আশানুরুপ লাভ করতে পারেননি। কিন্তু তিনি হাল ছাড়েননি, ধৈর্য আর কঠোর পরিশ্রমে খামারের যত্ন নিতে থাকেন। গত বছর বাজারে পেঁপের দাম ভালো থাকায় তার পরিশ্রমে সঠিক মূল্য তিনি পান। খামার থেকে বিক্রি করে লাভ করেন প্রায় ছয় লক্ষ টাকা। অতি বৃষ্টিতে পেঁপে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, এক হাজার পেঁপের গাছের মধ্যে বর্তমানে সাতশত গাছ আছে তার খামারে। এই খামার পাঁচ বছর ধরে পরিচালনা করছেন তিনি। চার সদস্যের সংসার চলছে খামারের আয় দিয়ে।