সৌভাগ্য নিয়েই পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না। কর্মের মাধ্যমে তার ভাগ্য গড়ে নিতে হয়। বার বার ব্যার্থতার পরও লেগে থাকার মানসিকতা নিয়ে মেধা ও শ্রমের সমন্বয় ঘটালে সফলতা আসবেই।
শখের বসে দুই লাখ টাকা ব্যয় করে ফ্রিজিয়ান জাতের দুটি গরু পালন করেন কুলছুমবাগ ৫নং ওয়ার্ডের কাঞ্চন ফরাজি (৫৫)। এরপর শখ যেনো একটি স্বপ্নে পরিবর্তন হয়। মনে ইচ্ছে জাগে গরুর খামার দেওয়ার। একবছর আগে গরুর একটি খামার তৈরিতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়। একজন অভিজ্ঞ কর্মীসহ তারা নিজেরাও এই খামারের দেখা-শুনা ও পশুর পরিচর্যা করেন। বর্তমানে তাদের খামারে ১৩টি গরু রয়েছে। এক একটি পশুর বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই- তিন লাখ টাকা। একদিকে যেমন আয় তেমনই ব্যয়। প্রতিদিন একটি পশুর খাবারে ব্যয় হচ্ছে প্রায় সাত-আট‘শ টাকা। আর দুধ বিক্রি করা হয় দিনে ২৪ লিটারের মতো। এই খামার ভবিষ্যতে আরও বাড়াবেন বলে আশা করেন, কাঞ্চন ফরাজি‘র ছেলে মোঃ রকিব ।
সফলতার গল্প নিয়ে সাজানো রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘সফল উদ্যোক্তা’। প্রচারিত হয় প্রতি বৃহস্পটিবার সকাল ০৯:২৫ মিনিটে। শুধুমাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায়: ফারিহা ইসলাম
প্রজোযনায়: তাসপিয়া।
Recent Comments