পুষ্টিগুণে ভরপুর হলেও এক সময়ের অবহেলিত গাছ বা মেটে আলু এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভোলার চরফ্যাসন উপজেলার আসলামপুরের বিভিন্ন এলাকায়। মেটে আলু বর্ষার মৌসুমের অন্যান্য ফসলের তুলনায় কম খরচে ও বিনা পরিশ্রমে অধিক লাভজনক হওয়া যায় বলে এ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।

মৌসুমের সকল সবজি চাষের তুলনায় মেটে আলু চাষে খরচ কম এবং আলাদা জমি, সার ও বাড়তি যত্নের প্রয়োজন হয় না। বাজার জাত করা হয় বেশ ভালো দামে। তাই উপজেলায় এ আলু আবাদের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
কৃষি বিষয়ক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান, “ কৃষি ও কৃষক”। অনুষ্ঠানটি শুনতে পান প্রতি বুধবার বিকাল ৫ টায়। শুধু মাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএম।
Recent Comments