আমার নাম তানজিলা। আমি থাকি হাজারিগঞ্জ এলাকার ৯নং ওয়ার্ডে। আমি রেডিও মেঘনার আয়োজন শুনি পাঁচ বছর যাবৎ। দুই বছর হলো শ্রোতা ক্লাবের লিডার হিসেবে এলাকার অন্যদের সচেতন করার কাজ করছি। রেডিও মেঘনার অনুষ্ঠান শুনে অনেক বিষয় শিখতে পারি বলেই, আমি, আমার বোন, মা এবং বাবা সবাই শুনি। কয়েক মাস আগে রাত ১১টার সময় এক লোক ফোন করে বলে বিকাশ অফিস থেকে বলছি। আপনাদের একাউন্টে সমস্যা হয়েছে, তা দ্রুত সমাধান করতে হবে। এই জন্য এতো রাতে ফোন করতে হলো। আমার বুঝতে আর দেরি হলো না যে এটা হ্যাকার। কারণ আমি রেডিও মেঘনারয় প্রতিদিন পিএসএ-তে শুনি, যে কখনোই পিন নম্বর কাউকে বলা যাবে না। তখন আমি বলি একাউন্টের সমস্যা থাকলে আমরা বাজারে গিয়ে সমাধান করবো। তখনই লোকটি কলটা কেটে দিলো। পরদিন বাড়ির অন্যরা ঘটনা শুনে, আমার খুব প্রসংশা করছে। তখন আমি সবাইকে বলেছি যে, এটা আমি আগে থেকে জানি। রেডিও মেঘনায় শুনেছিলাম এইভাবে ফোন করে মানুষের থেকে টাকা-পয়সা নিয়ে যায়। তখন সবাই রেডিও মেঘনারও অনেক প্রসংশা করছিল। রেডিও মেঘনার শ্রোতা ক্লাবের লিডার হিসেবে সেই প্রসংশা শুনে আমারও ভালো লেগেছে। রেডিও মেঘনার জন্য অনেক অনেক শুভ কামনা।