রেডিও মেঘনার পরিদর্শন করলেন বাংলাদেশ বেতারের কর্মকর্তাবৃন্দ
গত ৩০ সেপ্টম্বর ২০২১ তারিখ (বৃহঃস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় রেডিও মেঘনার পরিদর্শন করলেন বাংলাদেশ বেতারের (জাতীয় বেতার ভবন) উপ-মহাপরিচালক নাসরুল্লাহ মোহাম্মদ ইরফান। পরিদর্শন কালে তিনি বলেন, চরফ্যাসনের মতো একটা প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু পরিবর্তন বিষয়সহ অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করাতে রেডিও মেঘনার কর্মীদের অভিনন্দন জানান।
এছাড়াও রেডিও মেঘনায় প্রচারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সংবাদ, অনুষ্ঠান, প্রোমো, পিএসএ, ও সকল শিল্পীদের গানসহ সরকারি অনুষ্ঠান বেতার থেকে দেওয়ার আশ্বাস প্রদান করেন। সেইসাথে রেডিও মেঘনার কারিগরি যেকোনো সমস্যা বাংলাদেশ বেতার থেকে সমাধান দেওয়ার কথাও বলেন উপ-মহাপরিচালক। সাফল্যের এই অগ্রযাত্রায় বাংলাদেশ বেতারের পক্ষ থেকে রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় বাংলাদেশ বেতারের বার্তা পরিচালক মোহাম্মদ শরীফুল কাদের, স্টেশন প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগমসহ রেডিও মেঘনার সকল কলা-কুশলীরাও উপস্থিত ছিলেন।
Recent Comments