শীতকালে শুষ্ক আবহাওয়া মানিয়ে নিতে না পারায় অসুস্থ হয়ে পরে শিশু-বৃদ্ধ সকলেই। তাই এসময়ে বাড়তি যতেœর প্রয়োজন হয়। এমন আবহাওয়ায় শিশুদের যত্ন কীভাবে নিচ্ছেন তা জানতে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশা কালিয়াকান্দি এলাকার দু’জন মায়ের সাথে।
নুরনাহার বেগম (২৭) জানান, তার দুই ছেলে ও এক মেয়ে। ছোট মেয়ের বয়স ছয় বছর। মেয়েকে সব-সময় যতেœ রাখি। এই শীতে সকাল-সন্ধ্যায় গরম খাবার দেওয়া, গরম পোশাক পরানো, পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং গোসলের সময়ও ঠিক রাখি। তার পরেও সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে তাই ডাক্তার দেখাতে এসেছি।
প্রতিবেশি খালেদা বেগম (২৫) জানান, ১০ মাসের ছেলের যতেœই কেটে যায় দিন। তার পরেও কয়েকদিন পরপর অসুস্থ হয়ে পরে ছেলে। বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি পারিবারিক খাবার দেন। খাদ্য তালিকায় রাখেন শীতকালীন সবজিসহ মাছ, কলিজা-ডিম ইত্যাদি।
এবিষয়ে শীতকালে শিশুদের যত্ন সম্পর্কে পরামর্শ দেন চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহবুব কবির। তিনি বলেন, শীতের এসময়ে শিশুরা প্রসাব করলে দ্রুতই কাঁথা এবং পোশাক পরিবর্তন করতে হবে। সকাল-সন্ধ্যায় গরম পোশাক পরাতে হবে। তা না হলে, শিশুর ঠান্ডা এবং নিউমোনিয়া হতে পারে।
এছাড়াও এখন শিশুদের ডায়রিয়ার প্রবনতা বেশি রয়েছে তাই খাবারের প্রতি যত্নশীল হতে হবে। দূরে রাখতে হবে ঠান্ডা এবং বাশি খাবার থেকেও। পারিবারিক খাবারের পাশাপাশি বাড়তি খাবার হিসেবে মৌসুমী ফল দিতে হবে। এতে শিশুদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
Recent Comments