আসলামপুর ৬নং ওয়ার্ডের গৃহিনী মৌসুমী বেগম (২৫)। পাঁচ বছর ধরে সাংসারিক কাজের পাশাপাশি পালন করেন গৃহপালিত পশু-পাখি। যা তার সংসারে এক বাড়তি আয়ের উৎস। এই আয় দিয়ে স্বামীকে সহযোগিতা করেছেন জমি কেনার কাজে। মৌসুমি বেগম বলেন, আমার স্বামী কৃষি কাজ করেন। নিজস্ব সবজির খামাড়ে উৎপাদিত কাঁচা ঘাস কাটা, বাজার থেকে গো-খাদ্য কেনাসহ বেশ কিছু কাজে স্বামী সহযোগিতা করেন তাকে।
তিনি আরও বলেন, আমার শাশুড়ী গরু পালন করতেন। সেখান থেকে আমাকে দুটি গুরু দিয়েছেন। এই পাঁচ বছরে বিক্রি করেছি চারটি গরু। গরু বিক্রি করা টাকা আর স্বামীর জমানো সঞ্চয় দিয়ে কিনি ৮ গন্ডা জমি। গরুর দুধ বিক্রি করে চালাই সংসারের কিছু খরচ। বর্তমানে আমার ছোট বড় মিলিয়ে ৮ টি গরু আছে।
ভবিষ্যতে গরু পালন ও সবজির খামার—উভয়কেই আরও প্রসারিত করতে চান মৌসুমী বেগম, যাতে একদিন নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন।
রেডিও মেঘনা ৯৯.০ এফএম-এর সাপ্তাহিক অনুষ্ঠান “সফলতার গল্প” শুনুন প্রতি বৃহস্পতিবার সকাল ৮:২৫-এ। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএম-এ।