ভ্যাকসিনেশন এবং এর গুরুত্ব ও কোভিড সংক্রমণ রোধে স্বাস্থ্য পরামর্শ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘স্বাস্থ্যই সুখ’ শুনে টিকা নিয়েছেন চরফ্যাসন পৌরসভার আদর্শ পাড়ার রুমা বেগম (৩০) এবং মুখারবান্দা এলাকার আসমা বেগম (২৭)। তাদেও সাথে কথা বলে জানা যায়, প্রথম দিকে টিকা নিয়ে নানান রকম গুজব ছিলো। যেমন এটি ভূয়া টিকা, টিকা দিলেই মানুষ মরে যেতে পাওে, বিভিন্ন রকম পর্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে ইত্যাদি। আবার ২৭ বছর বয়সি আসমা বলেন, তিনি যখন টিকার বিষয়ে এই অনুষ্ঠানটি শুনেছেন তখন তার টিকা নেয়ার বয়স হয়েছিলো না। পরবর্তীতে যখন রেডিও তে জানতে পারেন যে ২৫ বছর বা তদুর্ধ সকলেই টিকা নিতে পারবেন। তখনই তিনি রেজিস্ট্রেশন করেন এবং নির্ধারিত তারিখে টিকা নিয়ে ভালো আছেন বলে জানান তারা।
বর্তমানে করোনার সংক্রমণ গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। তাই চরফ্যাসনের প্রান্তিক মানুষের মাঝে সচেতনতা বাড়াতে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব, টিকা গ্রহণের ধাপসমূহ, টিকা গ্রহণের পর কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তি টিকা নিতে পারবেন কিনা এবং টিকা নেওয়ার পর কতটুকু সুরক্ষা থাকা যায় এইসব বিষয় নিয়ে ১৮ জুলাই ২০২১ তারিখে সকাল ১১ টায় সরাসরি প্রচারিত হয় ‘স্বাস্থ্যই সুখ’ অনুষ্ঠানটি। একই সাথে অনুষ্ঠানটি ৯৯.০ এফএম তরঙ্গে প্রচারের পাশাপাশি সরাসরি ফেসবুকেও সম্প্রচার করা হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন হাসপাতালের মেডিক্যাল অফিসার, নূর মোহাম্মদ তালুকদার। অনুষ্ঠানে প্রায় ৪০টি ফোন কলের মাধ্যমে শ্রোতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। পাশাপাশি ফেসবুকে মন্তব্য প্রকাশ কারেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জেসমিন তালুকদার। প্রচারিত হয়েছে: সিএফটিএম প্রকল্পের সৌজন্যে। সহযোগিতায়: প্রকাশ ও বৃটিশ কাউন্সিল এবং বাস্তাবায়নে: কোস্ট ফাউন্ডেশন।
Recent Comments