চরফ্যাসনে গত ২২ নভেম্বর পৌরসভার কালিয়া কান্দি গ্রামের গৃহবধু খাদিজা নাসরিনকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে তার স্বামীসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে করা হয়েছে। আজ (সোমবার, ১১ জানুয়ারি) বেলা ১১টায় চরফ্যাসন উপজেলা জলবায়ু ফোরাম, ভোলা জেলা নাগরিক ফোরাম, ইয়ুথ পাওয়ার বাংলাদেশ, চিলে কোঠা ও শান্তি সমাজ কল্যান সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ন্যায় বিচারের লক্ষ্যে আমরা অবিচল’ এই শ্লোগান শত শত মানুষ এতে অংশগ্রহণ করেন। ‘খাদিজা নাসরিনের হত্যাকান্ড সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত’ এমন মন্তব্য করে মৃত খাদিজার স্বামী-কামাল হোসেন, শশুর-আবুল হোসেন দেওয়ান, শাশুড়ি-তাহেরা খাতুন ও দেবর রাসেলসহ জড়িত সকলের গ্রেপ্তারের ও দ্রুত ফাঁসির কার্যকরের দাবি জানান বক্তারা।ভোলা জেলা নাগরিক ফোরাম ও উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, উপজেলা জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক মায়মুন নাহার ¯িœগ্ধা, সিনিয়র সদস্য ও নারী নেত্রী মাহমুদা খানম মিলি, ভোলা জেলা কোস্ট-ট্রাস্ট সহকারি পরিচালক রাশিদা বেগম, সাংবাদিক, খাদিজার পরিবারসহ সকল স্তরের জনগন এই মানববন্ধনে অংশগ্রহন করেন।মৌসুমী মনিষা ও অধরা লিজা।রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments