যাযাবর জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মধ্যে বেদে স¤প্রদায়ের লোকজন অন্যতম। তাদের জীবনযাপন, আচার-আচরণ সবই চলছে ভিন্ন রীতিতে। যেখানে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার হিসাব অসীম, সেখানে খুব সামান্য অনুষঙ্গ নিয়ে নৌকায় গোটা জীবন কাটিয়ে দেয় এই স¤প্রদায়ের একাংশ। একই চিত্র দেখা গেছে ভোলার চরফ্যাশনের মাদ্রাজ ঘাটে।
সরেজমিনে গিয়ে কথা হয় চরফ্যাসন উপজেলার সামরাজ ঘাট এলাকার বেদে স¤প্রদায়ের ফাতেমা, আকবর আলীর সাথে তারা বলেন, ঘর-বাড়ি নাই নৌকায় থাকি। দুই মেয়ে এক ছেলে নিয়ে ভাসমান সংসার আমাদের। আগে বাবার নৌকায় ছিলাম। এখন স্বামীর নৌকাতে। নৌকা বদল হলেও জীবন বদলায়নি আমাদের। নদীতে ভালো মাছ পরলে দিন একটু ভালো কাটে। তাও ডাল-ভাতের ব্যবস্থা করতে গিয়েই শেষ হয়ে যায়। টাকার অভাবে ছেলে সন্তানদের কখনো স্কুলে পাঠাতে পারি না। তাই ছোট ছোট ছেলেমেয়েদের নিয়েই নদীতে যাওয়া লাগে।
আরো বলেন, আমাদের আবার আনন্দ উৎসব। ভাতের জোগান করতেই কেটে যায়। নদীর উত্তাল ঢেউয়ে চাপা পড়ে যায় আমাদের আনন্দ। নদীতেই জীবন নদীতেই মরণ।
বেদে স¤প্রদায়ের মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিশুদ্ধ পানি, খাদ্য কোনটাই নেই। এরা নদীতে ভাসমান অবস্থায় নদীতেই টয়লেট করে। নদীর পানিই পান করে থাকেন। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন তারা।

অধরা ও সুরভী
রেডিও মেঘনা চরফ্যাসন