সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টায় মহান বিজয় দিবস উপলক্ষে চরফ্যাশন টি ব্যারেট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি প্রধান অতিথি হিসেবে অভিবাধন মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সশস্ত্র সালামের সাথে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস,বিএনসিসির অংশ গ্রহণ করেন।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে এবার প্রথমবারের মতো বসছে ‘বিজয় মেলা’। ৭-৮টি স্টল বসানো হয়েছে। সর্বশেষ মেলা প্রদর্শন করেন নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
এদিকে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি সভাপতিত্বে ব্রজ গোপাল টাউন হলে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সবংর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।