আমরা আজ নিয়ে এসেছি হাজারিগঞ্জ শ্রোতা ক্লাবের অনুপ্রেরণামূলক একটি গল্প। কীভাবে এই ক্লাবের গৃহিনীরা রেডিও অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছেন এবং তাঁদের জীবন বদলাচ্ছেন, সেই গল্প শুনবো।
হাজারিগঞ্জ গ্রামের গৃহিনীদের একটি বড় অংশ নিয়মিত রেডিও শোনেন। তাঁদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য সুরক্ষা, এবং কৃষি পরামর্শ। এই অনুষ্ঠানগুলো কেবল বিনোদনের নয় বরং তাঁদের জীবনের সমস্যা সমাধানের পথও দেখাচ্ছে।
ক্লাবের সদস্য সুরমা বেগম বলেন, আগে আমরা অনেক সমস্যায় পড়তাম। কীভাবে বাচ্চাদের ঠিক মতো খাবার খাওয়াবো, কীভাবে যতœ নেবো এসব আমরা জানতাম না। কিন্তু এখন, রেডিও শুনে শিখেছি। আমরা একসাথে বসে অনুষ্ঠান শুনি। পরে সবার সাথে আলোচনা করি।
হাজারিগঞ্জ শ্রোতা ক্লাবের গৃহিনীদের জন্য শুভকামনা। তাঁদের এই পথচলা আরও সুন্দর এবং সফল হোক। আগামী পর্বে আবারও আসবো নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।
Recent Comments