ঝড়-জলোচ্ছ্বাসের তান্ডব, জোয়ারের তীব্রতা, নদী-ভাঙনসহ জলবায়ূ পরিবর্তনের প্রভাবে নদীতে মাছ কমে যাওয়া ছাড়াও নানামুখী কারণে বহু মৎস্যজীবী এ পেশা ছেড়ে দিচ্ছেন বলে জানান, নীলকমল ইউনিয়ন ঘোষেরহাট লঞ্চঘাটের মৎস্যজীবী আব্দুর রহমান(৩৫)।
তিনি বলেন, ছোট থেকেই নদীতে মাছ ধরি। বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ দিন দিন বেড়ে যাচ্ছে। সবসময় নদীতে যেতে পারি না আর যখন যাই তখন নদীতে আশানুরূপ মাছ পাইনা। ঋণ নিয়ে কিংবা জমানো টাকা খরচ করে নদীতে গেলে সেই খরচটুকুও উঠে আসে না। ফলে সংসারের খরচ, ছেলে-মেয়েদের পড়াশুনার খরচ চালাতে পারি না। তাই বর্ষা মৌসুমে তেঁতুলিয়া নদীতে মাছ ধরি আর বছরের অন্যান্য সময়ে কৃষিকাজ করি।
তিনি আরও বলেন, শুধু আমিই না অনেকেই এখন আর আগের মতো সব-সময় নদীতে যায় না।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘জেলে জীবন ও প্রাকৃতিক দূর্যোগ’। শুনুন ৯৯.০ এফএম এ বৃহস্পতিবার বিকেল ০৫:০০ টায়।