সুলভমূল্যে নিয়ে মধ্যবিত্ত এবং নি¤œ বিত্ত মানুষের কথা চিন্তা করে টিসিবির পণ্য বিক্রি করা হয় । এতে করে ক্রেতারাও খুশি হয়।
আজ সোমবার বেলা ১০.০০ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যেগে, এবং চরফ্যাসন উপজেলা প্রশাসনের সহযোগিতায় চরফ্যাসন পৌরভবনের নিচে এই পণ্য বিক্রি করে।
চরফ্যাসন উপজেলায় মোট ২১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৬০০০ হাজার পরিবারের কাছে এই পণ্য বিক্রি করা হবে পর্যায়ক্রমে। আজ ২৪ মার্চ চরফ্যাসন পৌরভবনের সামনে টিসিবির কার্ড মোতাবেক মোট ৭০০ পরিবারের মাঝে এই পণ্য বিক্রি করা হয়।
কম মূল্য পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষজন।
পণ্য কিনতে আসা ক্রেতা পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা মোনয়ারা বেগম জানান, স্বল্পমূল্য টিসিবির পন্য চাউল,চিনি,তেল পেয়ে খুব খুশি।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাসনা শারমিন মিথি বলেন, বাণিজ্যে মন্ত্রণালয়ের উদ্যেগে চরফ্যাসন উপজেলাতে ২১ টি ইউনিয়নসহ ১ টি পৌরসভা মোট ২২টি স্থানে এই টিসিবির পন্য বিক্রি করা হবে। আজ চরফ্যাসন উপজেলাতে বিক্রি করা হচ্ছে এবং পর্যায়ক্রমে বাকি স্থানগুলোতে বিক্রি করা হবে। এই পণ্য মোট ১৬০০০ হাজার মানুষের দৌড় গোড়ায় পৌছে দেওয়া হবে।
Recent Comments