চর রেসপন্স প্রোজেক্টের আওতায় দূর্যোগকালে সচেতনতা নিশ্চিত করতে ওমরপুর এলাকার একজন স্থানীয় বাসিন্দা ওমর ফারুক মিয়াকে একটি রেডিও সেট প্রদান করা হয়েছে। তিনি প্রতিদিন তার চায়ের দোকানে বসে রেডিও মেঘনার অনুষ্ঠান শোনেন।
ওমর ফারুক মিয়ার দোকানটি এলাকার ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে। যেখানে প্রতিদিন বহু মানুষ চা পান করতে আসেন এবং আড্ডা দেন। এই দোকানে রেডিও দেওয়ার ফলে রেডিও মেঘনার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো—বিশেষ করে আবহাওয়া বার্তা, সতর্কতা, সিপিপি নির্দেশনা, স্বাস্থ্য, কৃষি ও দূর্যোগ মোকাবেলা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আরো বেশি মানুষ শুনতে পারবেন।
স্থানীয় পর্যায়ে এই উদ্যোগটি এলাকার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের সময় রেডিও মেঘনার সম্প্রচার মানুষকে দ্রুত প্রস্তুতি নিতে সহায়তা করবে।
Recent Comments