চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর আসলামপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাজী আব্দুল গনি সরদার বাড়িতে রেডিও মেঘনার শ্রোতাক্লাব গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম। তিনি শ্রোতা ক্লাবের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রোতাক্লাব গঠনের মাধ্যমে এলাকার মানুষ রেডিওর তথ্য, জ্ঞান ও বিনোদনের সাথে আরও বেশি যুক্ত হবে। এটা হবে অভিজ্ঞতা বিনিময়, সচেতনতা ও সামাজিক পরিবর্তনের এক প্ল্যাটফর্ম। শ্রোতাক্লাবের সদস্যরা রেডিও মেঘনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সকলে মিলে নিয়মিত রেডিও মেঘনার অনুষ্ঠান নিয়মিত শুনবেন বলে অঙ্গীকার করেন।