আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল তিনটায় মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া সরকারি প্রাথমিক স্কুল-কাম সাইক্লোন শেল্টারে মতামত গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। Cyclone Preparedness and Community Resilience Building প্রকল্পের আওতায় স্টাট নেটওয়ার্ক ও স্টাট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করছে কোস্ট ফাউন্ডেশন।
উক্ত সভায় মোঃ সিরাজ উদ্দিন পালোয়ান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউনুস, কোস্ট ফাউন্ডেশনের HACE অফিসার খোকন চন্দ্র শীল ও স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিবর্গ সভায় প্রকল্পের কার্যক্রম ও বাজেট উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের মোঃ ইউনুস ও খোকন চন্দ্র শীল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রম চন্দ্র দাস সাইক্লোন শেল্টারগুলোতে আলো, নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা করার কথা জানিয়েছেন। এসময় উপস্থিত স্থানীয়রা সাইক্লোন শেল্টারগুলোর বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।
গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে ৪৫ দিনের জন্য শুরু হওয়া প্রকল্পটি দূর্যোগে পূর্ব প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকায় কাঠের ব্রীজ নির্মাণ, রাস্তা মেরামত, সাইক্লোন শেল্টারে আলো, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন নিয়ে কাজ করবে মরপুরা উপজেলার চর কলাতলী, হাজীরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে।