চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক মোফাজ্জল হোসেন বারোমাসি শিম চাষে সফল হয়েছেন।
মোফাজ্জল হোসেন জানান, শিম চাষে খরচ তুলনামূলক কম হলেও লাভ হয় ভালো। বিশেষ করে অফসিজনে শিম বিক্রি করে তিনি বেশি দাম পান। কৃষক মোফাজ্জল জানান, দীর্ঘ ২৫ বছর ধরে কৃষি কাজ করছেন। এ বছর ৮০ শতাংশ জমিতে মরিচ,কুমড়ো এবং লাউচাষের পাশাপাশি শিম চাষ করেছেন। এ বছর শিম বিক্রি করেছেন পনেরো হাজার টাকার। শিমের প্রতি কেজি বিক্রি করেছেন ১৪০ টাকা করে। এতে তার পরিবার স্বাবলম্বী হয়েছেন। স্থানীয় বাজারে প্রতিদিন তার খামার থেকে সরবরাহ হয় তাজা শিম।