চরফ্যাশনে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে দেখা যাচ্ছে সোনালি পাকা আমন ধান। মাঠে ফলন ভাল দেখে খুশি কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলায় এবছর ৭১ হাজার ৯ শত ৮০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষাবাদ হয়েছে ৭১ হাজার ৩শত ৩৫ হেক্টর জমিতে। ৬শত ৪৫ হেক্টর জমিতে চাষ কম হয়েছে।
মাদ্রাজ এলাকা ঘুরে জানা যায়, কিছুদিনের মধ্যেই পুরোদমে ধান কাটা শুরু করবেন কৃষকরা। ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজে ব্যস্ত হয়ে পড়বেন এইখানকার কৃষক-কৃষাণীরা। ইতোমধ্যে অনেক ইউনিয়নে ধান কাটা শুরু হয়ে গেছে।
কৃষক নুর ইসলাম মাঝি ও রফিক বলেন, এ বছর ধানে পোকার আক্রমণ ঠেকাতে সময়মতো কীটনাশক ব্যবহার করেছি। মাঠে ফলনও ভালো হয়েছে দেখা যাচ্ছে।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, চলতি মৌসুমে আমন চাষাবাদে পোঁকামাকঁড়ের আক্রমণ কম হওয়ায় উৎপাদন ভাল হয়েছে। কৃষকদের উচ্চফলনশীল উফশী জাতের ধানের আবাদের জন্য কৃষিবিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আশা রয়েছে প্রায় ৩ লক্ষ্য মেট্রিকটন ধান উৎপাদন হবে। কর্মকর্তা আরো বলেন, আশা করি, প্রতি গন্ডা (৮ শতাংশ) জমিতে ৪ থেকে ৫ মন ধান পাওয়া যাবে। ভাল দাম পেলে খরচ পুষিয়ে কৃষকের লাভ হবে।