ভোলায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের নারীদের আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে ভোলায় ১০০ নারী সদস্যের মাঝে সাত প্রকার শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করেছে কোস্ট ফাউন্ডেশন। রেখা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, ঢেঁড়স, পুঁইশাক ও লালশাকসহ মোট সাত ধরনের বীজ দেওয়া হয় উপকারভোগী নারীদের।
উপকারভোগীরা ভোলা জেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের সদস্য।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় ভোলা সদরের কোস্ট ফাউন্ডেশনের হলরুমে জিসিএ প্রেজক্টের সহযোগিতায় এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা জনাব কামরুল হাসান ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, কোস্ট ফাউন্ডেশনের ভোলা আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম, অন্যান্য কর্মী এবং উপকারভোগী নারী সদস্যরা।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মৎস্যজীবী পরিবারের আয়বর্ধনমূলক কাজের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে এ বীজ বিতরণ একটি কার্যকর উদ্যোগ।
এসময় উপকারভোগীদের বীজ বপন ও রোপণের পদ্ধতি সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন সিনিয়র কৃষি কর্মকর্তা জনাব কামরুল হাসান।
বীজ পেয়ে উপকারভোগী কুলসুম ও মর্জিনা বেগম সন্তোষ প্রকাশ করে বলেন, বাড়ির আঙিনায় চাষ করে নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত অংশ বিক্রিও করতে পারব।
Recent Comments