দীর্ঘ দেড় যুগ পর আবারও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মঞ্চে ফিরেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়েছে। এ পরীক্ষার নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে মূল্যায়ন করা হবে। বাংলা, ইংরেজি, গনিত বিষয়ে ১০০ নম্বরে এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর পরীক্ষা নেওয়া হবে।
সব মিলিয়ে মোট ৪০০ নম্বরের ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনেকদিন পরে জুনিয়র বৃত্তি পরীক্ষা হওয়ায় আনন্দিত অভিভাবকরা।
অভিভাবকরা জানান, দীর্ঘদিন পর এই পরীক্ষা হওয়ায় ভালো লাগছে। পরীক্ষার হলেও কোন রকম সমস্যা হয়নি। শিক্ষার্থীরা সু-শৃঙ্খলতার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছে।
পরীক্ষার্থীরা জনান, আজকের বাংলা পরীক্ষা ভলো হয়েছে।প্রশ্নপত্র একটু কঠিন হয়েছে। তবে পরীক্ষার রুমে সকলে শৃঙ্খলা বজায় রেখেছে।
চরফ্যাশন উপজেলার টি.বি ব্যারেট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব তানভীর আহম্মেদ বলেন, দীর্ঘ দিন পর চরফ্যাশন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের বাংলা পরীক্ষায় ৭০ টি বিদ্যালয় থেকে মোট ১০৫১ জনের অংশগ্রহণ করার কথা থাকলেও ৯৯৬ অংশগ্রহণ করেন । অনুপস্থিত ছিলেন ৮৫ জন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা শেষ হবে ৩১ ডিসেম্বর।