শেষ হয়ে গেল খ্রিস্টীয় বছর ২০২৫। আজ নতুন বছর ২০২৬। নতুন বছর মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া।
নতুন বছর মানেই নতুন আশা, নতুন সংকল্প আর একমুঠো সতেজ স্বপ্ন নিয়ে। অনেক জাতিই বেশকিছু সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপন করে থাকে। তবে এ বার দেশে ভিন্ন মাত্রায় আসছে নতুন বছর।
২০২৬ সালের ভোরের প্রথম আলো যখন পূর্ব আকাশের দিগন্তে উঁকি দিয়ে জানান দিয়েছে-২০২৬ সালের আগমন ঘটে গেছে। এই উদয় কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়; এটি একটি জাতির পুনর্জন্ম। এটি এক পবিত্র অঙ্গীকার যে, উত্তাল সময়ের শিক্ষাগুলোই হবে আগামীর পথপ্রদর্শক। এ জাতি এখন আর শুধু কোনোমতে টিকে থাকাতে সন্তুষ্ট নয় বরং আমরা এখন অদম্য সাহসে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাতে বদ্ধপরিকর।
২০২৬ সালের ভোর কেবল সূচনা নয়। এটি এক পুনর্জন্মের ঘোষণা। অশান্ত এক বছরের শিক্ষা, ভবিষ্যৎ নির্মাতাদের পথ দেখাবে, এই অঙ্গীকারই এর মর্মকথা। এই জাতি আর কেবল টিকে থাকার কথা ভাববে না। দৃঢ়ভাবে, নির্ভীকভাবে এগিয়ে যাওয়া পথে এগিয়ে চলবে।
Recent Comments