চারদিকে নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন উপজেলা। এই উপজেলায় প্রায় ৪৪ হাজার ৩শ ১১ জন নিবন্ধীত জেলে ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বৈশাখ থেকে আশ্বিন মাস হচ্ছে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এ বছর আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণের অর্ধেক চলে গেলেও নদীতে ইলিশের দেখা নেই।
বেতুয়া, সামরাজ,নতুন স্লুইজ,খেজুর গাছিয়া মাছ ঘাটের, মোতাছিন, মিরাজ ফরিদসহ আরো মৎস্যজীবীরা বলছেন, সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া গেলেও চরফ্যাসনের মেঘনা, তেতুঁলিয়ায় ইলিশের ভরা মৌসুমে মিলছেনা ইলিশ। ঘাটে বসে জাল মেরামতসহ বেকার সময় পার করছেন।
আবার কেউ কেউ হাজার হাজার টাকা খরচ করে নদীতে গিয়ে দু-চারটি ইলিশ নিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে, এতে তাঁদের খরচ উঠছে না। নদীতে মাছ না থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে রয়েছেন মৎস্যজীবীরা।
চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সাগরে প্রচুর পরিমানে ইলিশ মাছ ধরা পড়লেও নদীতে মাছ কম পাওয়া যায়। আশা করা হচ্ছে আগামী মাস থেকেই নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।
সুরভী ও মৌসুমী মনিষা
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments