সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। সাফল্যের জন্য আপনাদের ৩টি বিষয় মূল্য দিতে হবে। যেমন, ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব রূপ দিতে হলে ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রম ও ত্যাগ করতে হবে এটাই স্বাভাবিক। ভালোবেসে যে কোন কাজ করলে একদিন না একদিন এর সাফল্য নিশ্চিত। চরফ্যাসন আমিনাবাদ ৪ নং ওয়ার্ডের পারভিন বেগম (৪৫) একজন সফল নারী। প্রথমে রেডিও শুনে হাঁস-মুরগির পালন করার আগ্রহ জাগে তার মনে। তারপর তিনি আগ্রহ থেকে হাঁস-মুরগির পালন শুরু করে তা থেকেই সংসারে যাবতীয় খরচ চালান। নিজের সখের বসে এই হাঁস-মুরগির পালন করে ডিম, হাঁস ও মুরগী বিক্রি করে অনেক লাভবান হয়েছেন তিনি। পারভিন বেগমের বর্তমানে ৫০ টি হাসঁ রয়েছে এবং রাজাহাসঁ ৭ টি রয়েছে। ভবিষ্যতে আরো বেশি করে হাঁস-মুরগির পালন করবেন। হাঁস-মুরগি পালন করা নারীদের আত্ম-কর্মসংস্থানের একটি অন্যতম সহজ উপায়। ছোট পরিসরে একটি হাঁস বা মুরগির খামার যেমন পরিবারের চাহিদা পূরণ করে তেমনি আয়েরও একটি দারুণ উৎস হিসেবে কাজ করতে পারে। ঘরে বসে আয় বাড়াতে চাইলে ও হাঁস-মুরগির পালন করা যায়।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “সফল নারী”। অনুষ্ঠানটি প্রচারিত হয় বৃহস্পতিবার সকাল ৯:২০ মিনিটে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ফাতেমা জাহান এবং প্রযোজনায় জেসমিন।