চরফ্যাসন উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ সরকার ও ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি স্থানীয় সরকার দুর্যোগ পূর্ববতী ও পরবর্তী বিষয়ক প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ (সোমবার) সকাল ১০:০০ টায় চরফ্যাসন উপজেলা পরিষদের হল রুমে ঘন্টা ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার আল নোমান মহোদয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান সিপিপির সহকারী পরিচালক মুনসি সাহেব এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ ছাত্র-ছাত্রী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উক্ত এ আলোচনায় অতিথিদের বক্তব্য উল্লেখ যোগ্য বিষয় উঠে আসে ভূমিকম্প, বজ্রপাত, ঘূর্ণিঝড়সহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন এবং এসব বিপদে আতঙ্কিত না হয়ে বরং তা মোকাবিলা করার নানা রকম কৌশল সম্পর্কে জানানো হয়। সর্ব শেষ দুর্যোগকালীন সময়ের ১০ টি বিপদ সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিবেদনে অধরা ইসলাম।
রেডিও মেঘনা চরফ্যাসন।
Recent Comments