চরফ্যাসন উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির প্রস্তিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার প্রশাসন ভবন সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে কমিটিদের নিয়ে এই পূর্ব প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়নের কর্মকতা আনিছুর রহমানের সঞ্চালনায়, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন এর সভাপতিতে¦ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেজপা উর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনরি, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি ও কুকরিমুকরি ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, শশিভূষণ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিপিপি রসুলপুর ইউনিয়ন টিম লিডার আমিনুল একরাম জাহাঙ্গীরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সিপিপির বিভিন্ন টিমলিডার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।
উক্ত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলার পূর্বে করনীয় সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
মৌসুমী মনীষা ও অধরা ইসলাম
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments