নদীর জোঁয়ার ভাটা প্রাকৃতিক দুর্যোগ আর জলচ্ছাসের মাঝে যাদের জীবন জীবিকা মিশে আছে তারাই মৎস্যজীবী। সামরাজ মহাম্মদপুর এলাকায় অনেক জেলেদের বসবাস। মাছ ধরার জাল ও নৌকা কেনার সামর্থ্য নেই অনেক মৎস্য পরিবার গুলোর। জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যেতে হয় নদীতে। নদীতে মাছ না পেলে অনাহারে দিন কাটাতে হয় মৎস্যজীবী পরিবার গুলোকে। ৮ বছর আগে নিজের স্বামী কে হারিয়ে চার সন্তানকে নিয়ে বসবাস শাহানাজ বেগমের। দুই ছেলে নদীতে মাছ ধরে অন্যের নৌকায়। অভাবের কারণে ছেলে-মেয়েদের বেশিদূর পর্যন্ত লেখাপড়া করাতে পারেননি। বড় মেয়েকে এসএসসি ও এক ছেলেকে ক্লাশ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াতে পেরেছেন। মা, ছেলে ও দুই মেয়ে বুনছে জাল। ছেলেদের মাছ ধরার জাল বুনে সাহায্য করছে মা, সংসারের টানাপোড়া কাটিয়ে উঠতে সংগ্রাম পরিবারের সকলের। ছেলেদের মৎস্যপেশার সাথেই জড়িত রাখতে চান শাহানাজ বেগম। ছেলে শরিফের ইচ্ছে অন্যের নৌকায় কাজ না করে নিজে নৌকা কিনবে এবং সে নৌকায় আরও লোক খাটাবে।
‘‘জেলে জীবন ও প্রাকৃতিক দূর্যোগ” রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান। প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকেল ৫:৪০ মিনিটে। উপস্থপনা ও প্রযোজনায় জেসমিন।
Recent Comments