মাদ্রাজ ১নং ওয়ার্ডের কিশোরী (১৭) তানজিলা বলেন, আমি টিটেনাস টিকা নিয়েছি তবে সঠিক নিয়ম মেনে দেওয়া হয়নি, ১৪ বছর বয়স থেকে টিকা নেওয়া শুরু করেছি মা চাচিদের থেকে জানতে পেরেছি এ টিকার অনেক গুরুত্ব। টিটি টিকা নেওয়ার যে সটিক নিয়ম আছে সেটা আমার জানা ছিলো না। এদিকে (১৮) পান্না জানান আমি টিকা নিতে খুব ভয় পাই প্রথম যখন টিকা দিয়েছি রক্ত বের হয়েছিল এবং আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তারপর থেকে ভয়ে আমি আর টিকা কেন্দ্রে যাইনি।
চরফ্যাশন উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডা: মাকলুকুর রহমান বলেন, আজ যিনি কিশোরী তিনি এ আগামী দিন হবে মা। তাই মা হবার আগে একজন কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা করা ব্যক্তি – পরিবার রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্রীয় দায়িত্বেই কিশোরীদের দেয়া হয় টিটি টিকা। এ টিকা মা ও শিশুকে সব প্রকার সুরক্ষা দেয় এবং ধনুষ্টঙ্কার থেকে মুক্তি দেয়। পনেরো বছর পূর্ণ হলেই টিটি টিকার পাঁচটি ডোজে এ টিকা সম্পন্ন হয়। কোন কারণে কিশোর বয়সে যদি কারো টিটি টিকার ডোজ সম্পন্ন না হয় তাহলে গর্ভবতী অবস্থায় দিতে হবে ১৬ সপ্তাহ থেকে ২০ সপ্তাহের মধ্যে দুটি ডোজ দিতে হয়। এছাড়া ১০ বছর বয়সে কিছু টিকা দিতে হয় যেমন: ডিপথেরিয়া, টিডিএপি, এইচপিভি টিকা, একজন কিশোরীর উচিত সঠিক নিয়মে, সঠিক সময়ে সবগুলো ঠিকা সম্পন্ন করা।
কিশোর কিশোরীদের নিয়ে শুনুন রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ”স্বপ্নের ঠিকানা” অনুষ্ঠানটি শুনুন প্রতি সোমবার সকাল ০৮:২৫ মিনিটে।
Recent Comments